হার্দিক পান্ডিয়া এমনিতেই মুম্বাই ইন্ডিয়ানস সমর্থকদের দুয়ো শুনছেন। আজকের ম্যাচের পর পান্ডিয়া যে আরও বেশি সমালোচনার তিরে বিদ্ধ হতে থাকবেন, তা অনুমান করাই যায়। এটি যে যেনতেন ম্যাচ নয়; আইপিএল ইতিহাসের সফলতম দুই দল মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংসের মর্যাদার লড়াই, যেটি এখন ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত।
এমন মহারণতুল্য ম্যাচে একজন অধিনায়ক দলকে যতভাবে ডোবাতে পারেন, পান্ডিয়া যেন সেটারই বন্দোবস্ত করেছেন। এর আগে ৩ ম্যাচে বোলিংয়ে বেদম মার খাওয়ার পরও আজ আবার বল হাতে তুলে নিয়েছেন পান্ডিয়া। এবার ৩ ওভারে দিয়েছেন ৪৩ রান। এরপর ব্যাট হাতেও ‘সুপার ফ্লপ’। করেছেন ৬ বলে মাত্র ২ রান। পান্ডিয়ার বাজে পারফরম্যান্সের রাতে রোহিত শর্মার দারুণ এক সেঞ্চুরিও কাজে আসেনি। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোস্তাফিজ–ধোনিদের চেন্নাইয়ের কাছে মুম্বাইকে হারতে হয়েছে ২০ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ফিফটি আর ধোনির শেষের তাণ্ডবে তুলেছিল ২০৬ রান। জবাবে রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির পরও ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে আটকে গেছে মুম্বাই।