তাঁর জন্ম সান্তা ফেতে, তাঁর বাঁ পায়ে বল যেন মায়ের কোলে শিশুর মতোই ছিল নিরাপদ। অনেক আর্জেন্টাইনের কাছে তিনিই সর্বকালের সেরা ফুটবলার—এটুকু ইশারা দেওয়ার পর বেশির ভাগ পাঠকই হয়তো মুচকি হাসিতে ইশারাদাতাকে বোকা ভাবতে ভাবতে নামটা বলে দেবেন! ভাবতে পারেন, লিওনেল মেসির কথা বলার জন্য এত ইশারা দিতে হয় নাকি!
হ্যাঁ, ওপরের প্রতিটি ইঙ্গিত মিলে যায় মেসির সঙ্গে। আর্জেন্টিনা, সান্তা ফে প্রদেশ (মেসির জন্ম সান্তা ফে প্রদেশের রোজারিওতে), বাঁ পা—সবই তো নিবিড়ভাবে জড়িয়ে আছে মেসির নামের সঙ্গে। তবে কথাগুলো আসলে মেসিকে নিয়ে নয়, এ কথাগুলো বলা হয়েছে এমন একজনের জন্য, যিনি পৃথিবীর আলোয় এসেছিলেন মেসির জন্মের ৭৫ বছর আগে। সেই একই শহরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা, যেখান থেকে উঠে এসেছেন মেসিও। খেলতেনও মেসির মতো বাঁ পায়েই। এর চেয়ে বরং বলা ভালো মেসিও খেলেন তাঁর মতো বাঁ পায়ে