টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরাপদ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রযত্ন’র ঘানি ঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(১৫নভেম্বর) রাতে উপজেলার যদুনাথপুরের পাতলাচড়া গ্রামে প্রযত্ন’র খাঁটি সরিষার তেল উৎপাদনকারী ফ্যাক্টরীতে এ চুরির ঘটনা ঘটে।
প্রযত্ন’র স্বত্তাধিকারী ইকবাল হোসেন জুপিটার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ খাঁটি সরিষার তেল, পুষ্টি সমৃদ্ধ চালসহ বিভিন্ন ধরণের নিরাপদ খাদ্য উৎপাদন করে আসছি। হঠাৎ করেই আমার ঘনি ঘরের জানালার টিন কেটে ভিতরে প্রবেশ করে আইপিএস , ব্যাটারী সহ ১৮ টি জাতের বিভিন্ন ফসলের পুরনো বীজ চুরি করে নিয়ে যায়। বর্তমানে এই যদুনাথপুর অঞ্চলে নেশাকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এধরণের চুরির ঘটনা ঘটে যাচ্ছে। এমন ঘটনায় আমার প্রযত্ন’র কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ঘটনায় ধনবাড়ী থানায় আমি বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশানের জোর হস্তক্ষেপ কামনা করছি যাতে দ্রুত অপরাধীদেও বের করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।
এব্যাপারে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।