টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের রাবারসহ ৪ চোর কে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার সময় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের আমিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রাবার ভর্তি ট্রাক সহ চার চোর কে আটক করা হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৭ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার সময় ধনবাড়ীর আমিরপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনের জামালপুর—নান্দিনা—ধনবাড়ী সড়কের উপর থেকে থানার এস আই আলমাস আল রাজী তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাবার বহনে ব্যবহৃত একটি পিকআপ(ঢাকা মেট্রো—ন—১৩—৭৭৬০)সহ মিনি ট্রাক ভর্তি চোরাই রাবার সহ ৪ চোর কে আটক করেন।
এসময় ট্রাক থেকে আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকার ৩ হাজার ৬শ কেজি চোরাই কাঁচা রাবার উদ্ধার করা হয়। আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার( ১৭ নভেম্বর) বিকেলে দ্রুত জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের চাঁদপুর গ্রামের সোলাইমানের ছেলে তোফাজ্জল, জামালপুর জেলার সদর উপজেলার শরিফপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইকবাল হোসেন, চাঁদপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুর রশিদ ও মাদারগঞ্জ উপজেলার চর দুধিয়াগাছা গ্রামের হাসু মিয়ার ছেলে সুজন হোসেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে পাচারকারীরা জানান, টাঙ্গাইলের মধুপুরের চাঁদপুর সরকারী রাবার বাগান থেকে এসব রাবার সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল বলেও জানান থানার ওসি।