কোনো কোনো অভিভাবক মনে করছেন, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নেই। তাই শিক্ষার্থীদের পড়াশোনা হচ্ছে না। তাঁরা আরও মনে করছেন, এই শিক্ষাক্রমে ‘মূল্যায়ন’ নামে যা আছে, তাতে কোনো নম্বর নেই। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। এ ধরনের ধারণার পরিপ্রেক্ষিতে পরীক্ষা, মূল্যায়ন ও নম্বরের ব্যাপারটি স্পষ্ট করা দরকার।
প্রথমে বোঝা দরকার পরীক্ষা কেন নেওয়া হয়। পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই করার জন্য। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় একজন শিক্ষার্থী কোনো একটি দক্ষতার কতটুকু অর্জন করল। শিক্ষাক্রমে এ ধরনের দক্ষতাকে বলে ‘যোগ্যতা’। প্রতিটি শ্রেণির একেকটি বিষয়ের জন্য যোগ্যতা নির্ধারণ করা আছে।