পেপটিক আলসার হলো পাকস্থলী অথবা পাকস্থলীর পরবর্তী অঙ্গ তথা ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ বা ডিওডেনামে ক্ষত সৃষ্টিকারী রোগ। সাধারণত দুই কারণে এই রোগ হতে পারে। প্রথম কারণ হলো জীবাণু বা ব্যাকটেরিয়া–ঘটিত কারণ। জীবাণুটির নাম হেলিকোব্যাক্টার পাইলোরি। অন্য কারণটি হলো অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন বা অন্য যেকোনো এনএসএ আইডিজাতীয় ব্যথানাশক ওষুধের ব্যবহার।