শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ধনবাড়ীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

হাফিজুর রহমান:
প্রকাশের সময় : August 09, 2024 | বাংলাদেশ

ধনবাড়ীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা
ধনবাড়ীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা-ছবি- নাদিয়া আক্তার।

টাঙ্গাইলের ধনবাড়ী শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা—ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীদের। 

শিক্ষার্থী রিমথি আক্তার বলেন, ‘সকাল থেকেই বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করি। যাতে যানজট না হয়।’ 

ধনবাড়ী সরকারী কলেজের ওভার স্কাউটের নাদিয়া আক্তার বর্ষা,ইশান, আজমী, তন্নী হাবিবা, হিমেল ও মাহফুজ বলেন, ‘গণ—অভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।’

পথচারীরা বলেন, ‘আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে।’ তারা বলেন, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।

রিকশাচালক রাজু আহমেদ জানান, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেখে খুব ভালো লাগছে।

 



এই ক্যাটাগরির অনন্যা খবর