টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান এর অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। ক্লোন করে উপজেলা খাদ্য গুদামের অফিসে তথ্য চেয়েছেন প্রতারকরা। এ খবর জানতে পেরে শনিবার(১৭ আগষ্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ধনবাড়ী,টাঙ্গাইল নামক প্রশাসনের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্ট থেকে জানানো হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী, টাঙ্গাইল এর মোবাইল নম্বর ০১৭৬২৬৯১৬৩৭ ক্লোন করা হয়েছে। এই নম্বর থেকে অর্থ বা তথ্য চেয়ে কোন ফোন আসলে, সরাসরি উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অথবা ধনবাড়ী থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো।