রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

কালকিনিতে শান্তির স্ব-পক্ষে বিএনপির আলোচনা সভা 

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
প্রকাশের সময় : August 25, 2024 | বাংলাদেশ

কালকিনিতে শান্তির স্ব-পক্ষে বিএনপির আলোচনা সভা 
কালকিনিতে শান্তির স্ব-পক্ষে বিএনপির আলোচনা সভা 

মাদারীপুরের কালকিনিতে শান্তির স্ব-পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।

 এ সময় শান্তির স্বপক্ষে সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রাটি ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে থানার মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারি, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা, সদস্য সচিব নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির নেতা শহীদ খান, সাবেক যুবদল নেতা মাসুদ রানা দুলাল, বিএনপি নেতা রুকুজ্জামান রতন, জেলা যুবদল নেতা কামাল হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা যুবদল নেতা শাহিন মৃধা প্রমুখ।



এই ক্যাটাগরির অনন্যা খবর