রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ও সংর্ধ্বনা

হাফিজুর রহমান:
প্রকাশের সময় : August 31, 2024 | বাংলাদেশ

ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ও সংর্ধ্বনা
ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ও সংর্ধ্বনা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ¦ মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলা ও উপজেলা বিএনপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ মহর উদ্দিনের পরিবারকে সংর্ধ্বনা দেয়া হয়েছে। 

শুক্রবার(৩০আগষ্ট) বিকেলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য দেন, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ধনবাড়ী উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলায় টাঙ্গাইলের গোপালপুরের নন্দন স্পোটিং ক্লাব ফুটবল একাদশ কে ৩—১  গোলে হারিয়ে জামালপুরের সরিষাবাড়ী হাজী সালমা ফুটবল একাদশ জয়ী হন।  

 



এই ক্যাটাগরির অনন্যা খবর