জামালপুরের সরিষাবাড়ীতে বেড়েছে কুকুরের উপদ্রব। কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় রাতের বেলায় জনসাধারণের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। তাই এলাকাবাসী কুকুরের অত্যাচারে অতিষ্ঠ।
সরেজমিনে, সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌরসভার উদয়ন মোড়, উপজেলা নির্বাচন অফিসের মোড়, আরামনগর বাজার, শিমলা আমতলা মোড় সহ বিভিন্ন পাড়া মহল্লায় কুকুরের উপদ্রব বেড়েছে। রাতের বেলায় এসকল রাস্তায় পায়ে হেটে চলাই দুষ্কর হয়ে পড়েছে।
প্রতিদিনই এসব কুকুর দল বেঁধে আক্রমণ করছে গৃহপালিত পশুদের উপর। হাঁস, মুরগী, ছাগল, ভেড়া, গরুর—বাছুরসহ অন্যান্য প্রাণীরাও নিরাপদ নয় তাদের কাছে । উপজেলায় গত কয়েক মাস ধরে এসব ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পৌরসভার সাতপোয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্ধা জহুরা বেগম জানান, প্রায় মাস দুয়েক আগে আমার পালিত একটি ছাগল কে কামড়েছিলো। তার পরে আমাদের এলাকায় কিছু দিন আগে দলবেঁধে কিছু কুকুর রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় এক পথচারী কে কামড়ে গুরুত্বর আহত করেছে। এতে করে আমরা এখনো আতংষ্কে রয়েছি। কুকুরের অত্যাচারে অতিষ্ঠ। প্রশাসনের পক্ষ থেকে এই সকল কুকুর জন্য দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
সাতপোয়া আব্দুল বারেক মাষ্টার জানান, এখন শুধু গ্রামেই নয় শহরের অলি গলি হাইওয়ে রাস্তাতেও কুকুরের আক্রমণ বেড়ে গেছে। গৃহ পালিত পশুদের উপর এরা আক্রমণ করছে। অনেক কুকুর এখন বাচ্চা প্রসব করছে। একারনেও তারা খাবারের জন্য রাতে দিনে হন্য হয়ে ঘুরতে থাকে। সামনে যা পড়ে তাদেরকেই কামড়াতে থাকে। কিছু দিন যাাবত তো ভ্যাকসিনের কোন কার্যক্রম এলাকায় দেখা যাচ্ছে না। তবে এধরণের কুকুরকে সরকারী ভাবে নিয়মিত ভ্যাকসিন দেয়া দরকার।
‘এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার প্রশাসক শারমিন আক্তার “এইচ আর নিউজ টুয়েন্টিফোর” কে জানান, বর্তমানে ভ্যাকসিন কার্যক্রম চালু নেই। তবে বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’