বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ধনবাড়ীতে নানা কর্মসূচীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

হাবিবুর রহমান.ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি:
প্রকাশের সময় : July 31, 2024 | বাংলাদেশ

ধনবাড়ীতে নানা কর্মসূচীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ উদযাপন

“ভরবো মাছে মোদের দেশ—গড়বো স্মাট বাংলাদেশ” এ স্লোগানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ—২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা, সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩১জুলাই) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণ পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না। এসময় আরোও বক্তব্যে দেন—উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক রমজান আলী ও মৎস্য চাষী সুরুজ্জামান প্রমূখ। সভায় নিরাপদ মাছ চাষের উপর গুরুতারোপ করে মানহীন খাদ্য অবাধে পোনা মাছ নিধন, চায়না জাল ও কারেন্ট জাল বিষয়ের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনায় জোরদারের কথা তুলে ধরে বক্তারা বক্তব্য দেন। সভায় জনপ্রতিনিধি,সাংবাদিক, উপজেলা পর্যায়ের সরকারী কর্মকতা ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।



এই ক্যাটাগরির অনন্যা খবর