বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত ধনবাড়ীর গৃহবধূ শিউলী আক্তার 

হাফিজুর রহমান:
প্রকাশের সময় : May 22, 2024 | বাংলাদেশ

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত ধনবাড়ীর গৃহবধূ শিউলী আক্তার 
ক্যান্সারে আক্রান্ত ধনবাড়ীর গৃহবধূ শিউলী আক্তার 

এক সন্তানের জননী গৃহবধূ শিউলী আক্তার। অভাবের সংসারে পরিবারে উপার্জনক্ষম ব্যাক্তি না থাকায় শিউলী আক্তারের বাবার বাড়ী ও  শ^শুরবাড়ীর সহযোগীতায় একমাত্র কন্যা সন্তানকে পড়া লেখার খরচসহ সংসারের খরচ চালিয়ে যাচ্ছিলেন। 

হঠাৎ করেই তিনি দুরাগ্য মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরেই বন্ধ হওয়ার পথে একমাত্র মেয়ের লেখা—পড়া। গত পাঁচ বছর আগে দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান শিউলী আক্তারের স্বামী মো: রঞ্জু মিয়া। এমন পরিস্থিতিতে ভালো নেই শিউলী আক্তারের পরিবার।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যারিআটা গ্রামের মৃত রঞ্জু মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩৮)। গত পাঁচ মাস থেকে তিনি মরনব্যাধি ক্যান্সার রোগে ভূগছেন।  তার এক মাত্র মেয়ে এইচএসসি প্রথম বর্ষে ধনবাড়ী সরকারী কলেজে অধ্যয়নরত আছেন। 

পরিবারের বসত ভিটার পাঁচ শতাংশ জমি ছাড়া অন্য কোন জায়গা নেই তাদের । শিউলী আক্তারের বাবার বাড়ী ও শ^শুরবাড়ীর সহযোগীতায় অধ্যবধি পর্যন্ত  তার চিকিৎসার খরচ চললেও এখন তা অসম্ভব হয়ে পড়েছে। 

অসুস্থ শিউলী আক্তার কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদক কে জানান, আমি আগের মত সুস্থ হয়ে সকলের মাঝে ভালোভাবে বাঁচতে চাই। আমাকে আপনারা সকলে সহযোগীতা করে বাঁচতে সাহায্য করুন।

অসুস্থ শিউলী আক্তারের দেবর মো: আ: মান্নান জানান, ভাবির অসুস্থতায় আমরা ও ভাবির বাবার বাড়ী দুই পরিবারের যৌথ সহযোগীতায় অধ্যবধি তার চিকিৎসা চলছে। এখন তার উন্নত চিকিৎসা করাতে বারো থেকে চৌদ্দ লক্ষ টাকার প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। যা আমাদের পক্ষে এর ব্যায়ভার করতে অসম্ভব। তাই সমাজ ও দেশের বৃত্তবানরা এগিয়ে এলে আমার ভাবি আবারো সুস্থ হতে পারবে। 

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: শিউলী আক্তার, হিসাব নং— ৬০০৫৩০১০১৭৫৪৫, সোনালী ব্যাংক, ধনবাড়ী শাখা,টাঙ্গাইল। পারসোনাল বিকাশ ও নগদ নাম্বার ০১৯৭৩—৩৩৪৭৪৪।

 



এই ক্যাটাগরির অনন্যা খবর