রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বিয়ের ১১ পেরিয়ে ১২–তে, বিজরীকে দিনার যা বললেন

HR Desk
প্রকাশের সময় : April 14, 2024 | বিনোদন

বিয়ের ১১ পেরিয়ে ১২–তে, বিজরীকে দিনার যা বললেন

টেলিভিশন নাটকের জনপ্রিয় তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। ২০১৩ সালের বাংলা নববর্ষে তাঁরা ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেন। নববর্ষের এই দিনে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানালেন নিজেরাই। ছবিতে দেখে নেওয়া যাক বিজরী-দিনারের বিয়ে ও বিয়ের পরের নানা গল্প—

প্রেমের সম্পর্ক থেকে বিজরী ও দিনার দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। টেলিভিশন নাটকের জনপ্রিয় এই দুই তারকার বিয়ে ২০১৩ সালের বাংলা নববর্ষে একেবারে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়। ঢাকার একটি রেস্তোরাঁয় সেদিনের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা ছাড়াও বিনোদন অঙ্গনে তাঁদের কাছের মানুষেরা উপস্থিত ছিলেন। বিজরী ও দিনারের আংটিবদলের একটি মুহূর্ত



এই ক্যাটাগরির অনন্যা খবর