ঈদ ইস্তাম্বুলে
ঈদে কোথায়? প্রশ্ন শুনে বলল ফারিণ হেসে
আমরা দুজন ঈদ করব এইবার বৈদেশে!
দুজন মানে?
দুজন হলো—আমি, আমার স্বামী
এবার ঈদে প্লেন ধরব ইস্তাম্বুলগামী!
বিয়ের পরে প্রথম এ ঈদ! যাইনি দুজন ভুলে
দেখব কেমন ঈদ উৎসব হয় ইস্তাম্বুলে!
প্ল্যান করা শেষ অনেক আগেই, এবারকার এই ঈদে
ঈদের নামাজ পড়ব দুজন ‘ফাতিহ মসজিদ’-এ।
ভাবতে গেলেই ফুর্তি লাগে, দারুণ, দারুণ হবে!
দেখব কেমন আনন্দ হয় ‘বাইরাম’ উৎসবে!
ঈদের খাবার কেক, ক্যান্ডি, পুডিং, বাকলাভা
আমার যদি ভালো লাগে তোমরা গিয়ে খাবা!
ঈদের পোশাক-আশাক
ঈদের দিনের ইস্তাম্বুল প্রসঙ্গ বদলিয়ে
প্রশ্ন ছিল এই ঈদে তার পোশাক-আশাক নিয়ে!
(ভালো লাগবে জেনে)
উত্তরটা দিল ফারিণ অতীত স্মৃতি টেনে…
যখন আমি ছোট্ট ছিলাম, মানে যখন খুকি
ঈদের জামা বাক্সে রেখে সকাল-বিকাল উঁকি!
কেউ যেন না দেখে ফেলে জামা ঈদের আগে!
ছোটবেলার ঈদের কথা ভাবতে দারুণ লাগে!
বড়বেলায় পোশাক নিয়ে কে আছে যে ভাবি?
রেজওয়ানের জন্য কেনা হয়েছে পাঞ্জাবি।
নিজের জন্য ম্যাচিং করে একটা কিছু কিনে
পরব দুজন, ফুর্তি করে ঘুরব ঈদের দিনে!