মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

গণফোরাম নির্বাচনের আগেই সংস্কার চায় 

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময় : October 19, 2024 | বাংলাদেশ

গণফোরাম নির্বাচনের আগেই সংস্কার চায় 
সংগৃহীত ছবি

নির্বাচনের আগে সংস্কার চায় গণফোরাম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এমন প্রত্যাশার কথা বলেছে দলটি।

শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু একথা জানান।

তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো সময় বলিনি। বলেছি অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা। তবে নির্বাচনের আগে সংস্কার করতেই হবে। সংস্কারের আগে নির্বাচন নয়। কারণ ক্ষমতায় গেলে আমরা রাবণ হয়ে যাই।’ এছাড়া আরও কিছু দাবি প্রধান উপদেষ্টার কাছে পেশ করো হয়েছে বলে জানিয়েছেন মন্টু।

সেই দাবিগুলো সম্পর্কে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ভালো লোককে দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।

 



এই ক্যাটাগরির অনন্যা খবর