মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

ধনবাড়ীতে যানযট নিরসন ও ফুটপাত দলখমুক্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা

হাফিজুর রহমান:
প্রকাশের সময় : August 21, 2024 | বাংলাদেশ

ধনবাড়ীতে যানযট নিরসন ও ফুটপাত দলখমুক্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা
ধনবাড়ীতে যানযট নিরসন ও ফুটপাত দলখমুক্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা

টাঙ্গাইলের ধনবাড়ীর ঢাকা—টাঙ্গাইল—জয়দেবপুর—জামালপুর মহাড়কের ধনবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা যানযট নিরসন ও ফুটপাতে জনসাধারণের চলাচলে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(২০আগষ্ট) সন্ধ্যায় ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ধনবাড়ী পৌর মেয়র ফারাহ ফাতেহা তাকমিলা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ধনবাড়ী পৌর মেয়র ফারাহ ফাতেহা তাকমিলা  “এইচ আর নিউজ টুয়েন্টিফোর” কে জানান, বিভিন্ন আইনে ৭ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জন সাধারণ কে সচেতন করা হয়। এধনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এসময় ধননবাড়ী প্রেসক্লাবের সাধরণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, ধনবাড়ী পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, কার্যসহকারী পলাশ চন্দ্র সরকার , কনজারভেঞ্চি ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



এই ক্যাটাগরির অনন্যা খবর