মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

ধনবাড়ীতে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময় : July 03, 2024 | বাংলাদেশ

ধনবাড়ীতে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার
ধনবাড়ীতে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রেম ঘটিত বিষয় নিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা’র অভিযোগের তিন মাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেপ্তার করেনি ধনবাড়ী থানা পুলিশ। এনিয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর র‌্যাব টাঙ্গাইল ১৪ সিপিসি ৩ গত সোমবার অভিযান করে পাশের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বলার দিয়ার এলাকা থেকে আসামী ফরিদ উদ্দিন(৪০) কে গ্রেপ্তার করেন। 

কৃষক আমান আলী হত্যা মামলার ৩ মাস পেরিয়ে গেলেও ধনবাড়ী থানা পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার না করায় নিহতের  স্বজন ও এলাকাবাসীর মধ্যে দেখা  দেয় চরম ক্ষোভ ও হতাশা। ইতিমধ্যে আসামী ফরিদ উদ্দিনকে র‌্যাব গ্রেপ্তার করে ধনবাড়ী থানা পুলিশের কাছে আসামীকে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন টাঙ্গাইল র‌্যাব—১৪ এর সিপিসি—৩ এর কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম। বাকী অপর আসামীদের এখনো গ্রেপ্তার করেনি ধনবাড়ী থানা পুলিশ বলে নিহত কৃষক আমান আলীর পরিবার জানায়।

আমান আলী হত্যা মামলার বাদী মনিরুজ্জামান ও তার স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়া থাকায় ন্যায়বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করছেন। নিহত পরিবারের দাবী মামলার বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তারের।

নিহত আমান আলী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়া গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।  আমান আলী মারা গেলে ওই রাতেই ধনবাড়ী থানায় ৪—৫ জনকে অজ্ঞাতসহ পাঁচ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেন নিহতের চাচা মো. মনিরুজ্জামান। মামলার আসামিরা হলেন— মো. সবুজ খান, ফারুক খান, রঞ্জু মিয়া, সাইদুর রহমান ও মো. ফরিদ। আসামিরা মুশুদ্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

 



এই ক্যাটাগরির অনন্যা খবর