টাঙ্গাইলের ধনবাড়ীর মার্কাজ মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসায় সাদ পন্থী—সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে আহলে শুরাই নিজামের তত্ত্বাবধানে ওলামে কেরামের পক্ষ থেকে সংবাদ সম্মেল করা হয়েছে।
রবিবার(১০নভেম্বর)বিকেলে ধনবাড়ী মার্কাজ মসজিদ কমপ্লেক্স প্রঙ্গণে মাদ্রাসার সামনে আহলে শুরা’র আলেম ওলামাদের আয়োজনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। মাওলানা রুকনুজ্জানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের ধনবাড়ী শাখা’র সভাপতি মুফতি রফিক আহমদ, কওমী ওলানা পরিষদ ধনবাড়ী শাখার সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী শাখা’র সভাপতি মৌলানা আব্দুস সামাদ, সুরার সাথী ড. আহমদ হাজী ও কওমী ওলানা পরিষদ বীরতারা ইউনিয়ন শাখা’র সাধারণ সম্পাদক মওলানা শরীফ আহমাদ সহ অন্যান্যরা।
এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাদ পন্থী—সন্ত্রাসীরা গত রবিবার(১০নভেম্বর) গভীর রাতে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দেয়াল টপকিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে মাদ্রাসার ঘরটি পুরোই ভেঙ্গে ফেলে। এসময় ভাংচুরের শব্দে মাকার্জ মসজিদের কিছু মুসুল্লিরা জেগে তাদের কর্মকান্ডে বাঁধা দিতে গেলে তাদের কে গুলি করে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এমন ঘটনায় তারা সাদ পন্থীদের বিরুদ্ধে আহলে শুরা জিম্মাদার মুফতি মুহাম্মদ রফিক আহমদ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫০—৬০ জনকে অজ্ঞাত নামা করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।