
বাংলাদেশ আ'লীগের সভাপতি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে থানাব্রিজস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নসিব সিনেমা চত্ত্বরে সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুণ অর রশীদ হাওলাদর, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ'লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদার, আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, মজিবুর রহমান মাষ্টার, সুলতান আহমেদ মোল্লা, ফোরকান আলী মৃধাসহ আ'লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।