
পরশুরামে একই দিনে দুই ইউপি মেম্বারকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) বক্সমাহমুদ ও চিথলিয়া ইউনিয়নে এঘটনা ঘটেছে।
জানা যায়, পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য আবদুর রহিমের উপর সোমবার রাত ১০ টার দিকে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাঁকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
আবদুর রহিম মেম্বার অভিযোগ করেন তিনি হেটে বাড়ি যাওয়ার সময় স্থানীয় চোরাকারবারী মনছুর, সাদ্দাম, নবী,বতিসহ কয়েকজন তাঁর উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে।
তিনি এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরদিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেমকে পিঠিয়ে আহত স্থানীয়রা তাকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরশুরামে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের আওতাধীন চারিগ্রামে সোমবার সকালে এঘটনা ঘটেছে।
এঘটনায় মেম্বার আবুল কাশেম বাদী হয়েএছাক ও তাঁর ইমতিয়াজকে আসামী করে মামলা দায়ের করেছেন।
জানা যায়, চারিগ্রামের লাল মিয়ার ছেলে এমরান ও এছাকের মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সালিশি বৈঠক বসে, এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। ইউপি সদস্য আবুল কাশেম থামানোর চেষ্টা করেন।
এসময় দুই ভাই এমরান ও এছাক ও তাদের ছেলেরা মেম্বার আবুল কাশেমের উপর হামলা চালিযে গুরুতর আহত করে এক পর্যায়ে মেম্বারকে জুতা দিয়ে পিটানো শুরু করে।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন,এমরান ও এছাকের মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সালিশি বৈঠক বসে, এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়। এসময তাদের থামাতে গেলে তারা হামলা করেন।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ঘটনাটি শুনেছেন বলে জানান। তিনি বলেন এটা অত্যন্ত ন্যাক্কার জনকঘটনা, চেয়ারম্যান হামলার ঘটনায জড়িতদের শাস্তি দাবি করেছেন।