মঙ্গলবার, মে ৩০, ২০২৩

নিরাপদ খাদ্য ভাবনা বিষয়ক আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি::
প্রকাশের সময় : May 22, 2023 | বাংলাদেশ

 নিরাপদ খাদ্য ভাবনা বিষয়ক আলোচনা সভা
ধনবাড়ীতে নিরাপদ খাদ্য ভাবনা বিষয়ক আলোচনা সভা

টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের পাতলাচড়া গ্রামে লোকজ আয়োজন ও নিরাপদ খাদ্য ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ মে২৩)ইং বিকেল থেকে রাত দশটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।  প্রযত্নের আয়োজনে ও অরণ্যের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রযত্নের সমন্বয়ক ইকবাল হোসেন জুপিটারের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, প্রাকৃতিক চিকিৎসা বিষয়ক পরামর্শক কাজী জিয়া শামস্, কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, সেইফ ফুড এল্যাইন্সের সাধারণ সম্পাদক কৃষিবিদ আমিনুল ইসলাম, অরণ্যের প্রতিষ্ঠাতা ইসতিয়াক আহমেদ, জৈব কৃষক মিজানুর রহমান ও সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনাসভা শেষে শতাধিক কৃষকের মাঝে মাথাইল ও গাছের চারা বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় পুরনো ঐতিহ্যের খাবার পাচই, ঘোল খাওয়া সহ হারিয়ে যাওয়া ধুয়া গানের উৎসব অনুষ্ঠিত হয়। এসময় এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
 



এই ক্যাটাগরির অনন্যা খবর