বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩

গোপালগঞ্জে চার দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : 
প্রকাশের সময় : April 26, 2023 | বাংলাদেশ

গোপালগঞ্জে চার দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোপালগঞ্জে চার দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধনীয় ও সাংস্কৃতিক

 গোপালগঞ্জে চার দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে জেলা শহরের পৌর পার্কে ফিতা কেটে এ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কায্যালয়ের ডিডিএলজি আজহারুল ইসলাম।

পৌর পার্কের মুক্ত মঞ্চে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমীর শিল্পরা নাচ, গান ও কবিতা পরিবেশন করে। এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপভোগ করেন। এ মেলায় ৩০টি স্টল বসেছে। এসব স্টলে মাটির খেলনা, দেশী কাপড়সহ দেশীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ মেলা চলবে আগামী ২৮ এপ্রিল পযর্ন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা উপভোগ করা যাবে। 



এই ক্যাটাগরির অনন্যা খবর