টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯আগষ্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরের পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান।
এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।