টাঙ্গাইলের ধনবাড়ীতে মাসিক আইন শৃংখলা’র সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯আগষ্ট) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেগা তাকমিলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা আইন শৃংখলার নানা দিক নিয়ে আলোচনা করেন।